লিংকডইনে grow করার জন্য ৩০ টি Hacks!🔥
(২৯ নম্বর পয়েন্টটা আমার প্রিয়)

১) লিংকডইন কেনো চালাচ্ছেন সেটায় আগে নিজে ক্লিয়ার হোন। আপনার Goal অনুযায়ী প্রোফাইল গোছান, এক্টিভিটি করুন
২) আপনার টার্গেট অডিয়েন্স এর প্রবলেম সলভ করে এরকম কন্টেন্ট বানান
৩) কমেন্ট করার ক্ষেত্রে মিনিংফুল কমেন্ট করুন। আপনার কমেন্ট যেনো Entertain, educate বা inspire করে।
৪) আপনাকে কেনো মানুষ ফলো করবে তা আপনার Headline এই ক্লিয়ার করুন
৫) Profile Picture, Banner এবং headline সময়ের সাথে আপডেট করুন
৬) প্রত্যেক কন্টেন্ট এর শেষে Call to Action বাটন ইউজ করুন যেনো অন্যরা কমেন্ট বা Repost করে।
৭) কনটেন্টে এরকম হুক লিখুন যেনো মানুষ প্রবলেম এর সমাধান পায়
৮) প্রতিদিন মিনিমাম ৫ টা মিনিংফুল কমেন্ট লিখুন
৯) Lesson সহ পার্সোনাল স্টোরি শেয়ার করুন
১০) অডিয়েন্স যেনো quick wins হয় এরকম content লিখুন
১১) যে কন্টেন্টগুলো ভালো পারফর্ম করেছে সেগুলো Repurpose করুন
১২) অন্য ক্রিয়েটরদের সাথে কোলাবোরেশন করুন
১৩) রিলিভেন্ট ট্রেন্ডি টপিক নিয়ে কথা বলুন
১৪) আইডিয়ার জন্য viral content bank রেডি করুন
১৫) কমেন্টে প্রশ্ন আস্ক করুন
১৬) কোনো টপিকে controversial opinion শেয়ার করুন
১৭) অথরিটি বোঝাবে এরকম কন্টেন্ট শেয়ার করুন
১৮) কন্টেন্ট পোষ্ট করার পরে মিনিমাম ৩০ থেকে ৬০ মিনিট এক্টিভ থাকুন, অন্যদের কন্টেন্টে এঙ্গেজ করুন
১৯) আপনার নিজের এক্সপেরিয়েন্স এবং রেজাল্ট নিয়ে লিখুন
২০) যে টপিকে ভালো জানেন সেটা নিয়ে কন্টেন্ট তৈরী করুন
২১) wins, failures + lessons learned নিয়ে লিখুন
২২) নতুন নতুন টপিকে কন্টেন্ট তৈরী করুন
২৩) কন্টেন্ট এবং প্রোফাইলে সিলেক্টিভ Keywordsগুলো রাখুন
২৪) অন্যের কন্টেন্টে অন্যদের করা কমেন্টের রিপ্লে দিন। এইটা দারুন কাজে লাগে।
২৫) বড় একাউন্টগুলোর কমেন্ট বক্সে পিন করে দেয়া কমেন্টে রিপ্লে করুন
২৬) কন্টেন্টে সময় দিন, কোয়ালিটি কন্টেন্ট তৈরী করুন
২৭) কমন বিষয়গুলো ইউনিক ওয়েতে প্রেজেন্ট করুন
২৮) প্রতিদিন মিনিমাম ০১ ঘন্টা সময় লিংকডইনে দিন
২৯) লিংকডইন আইডিতে যতবেশি ছবি এটাচ করা যায় করুন, কাজগুলো ভিজুয়ালাইজ করুন।
৩০) যত বেশি সম্ভব রেকোমান্ডেশন নিয়ে আসুন।
আজ এ পর্যন্তই। কন্টেন্টটি Share করুন, এতে আপনার পাশাপাশি অন্যদেরও উপকার হবে।
Sharing is caring. তাইনা?
