৫০+ User Engagement Facts – যা আপনার ট্রেইনিং, কোর্স বা ইন্সটিটিউটকে করতে পারে Talk of the Town.

আমি একটা লম্বা সময় Edutech ইন্ডাস্ট্রিতে কাজ করায় স্টুডেন্টরা এক্সাক্টলি কোন বিষয়গুলো ইন্সটিটিউট থেকে এক্সপেক্ট করে সেই পয়েন্টগুলো রিসার্চ করে নোট নিয়েছআমি যেসব প্রতিষ্ঠানে ছিলাম সেসব জায়গায় এখানে থাকা পয়েন্টগুলো নিয়ে কাজ করে বেশ ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছিলাম। এই লিস্টটা আপনাকে হেল্প করবে স্টুডেন্ট/আগ্রহীদের Need বুঝতে, ইমপ্লিমেন্ট এর জায়গাগুলো বুঝতে।

যে ইন্ডাস্ট্রিগুলোয় সরাসরি ইমপ্লিমেন্ট করা যাবেঃ
১. ট্রেইনিং ইন্ডাস্ট্রি
২. Ed-tech
৩. যাদের প্রোডাক্ট- ফ্রিল্যান্সিং কোর্স

(মোডিফাই করে বিভিন্ন কোচিং সেন্টার, ট্রেইনিং সেন্টার, বা রিলেটেড ইন্সটিটিউটগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে)

1. কোর্স ফি হাতের নাগালে রাখা
2. বেসিক কম্পিউটার ক্লাস
3. কোর্সে ইনকাম প্রোভাইড করা
4. Prayer Room রাখা
5. Night Shift ব্যাচ রাখা
6. Free Coffee
7. Virtual Internship রাখা
8. Job Placement এ Actively হেল্প করা
9. Client Generation এর মাল্টিপল রাস্তা দেখানো
10. Upgraded Course Module রাখা
11. Lab Facilities for Practice
12. কোন কোর্স ভালো হবে তা কাউন্সিলিং
13. গোছানো Class Recording
14. Smooth Communication চ্যানেল
15. প্রতি মডিউলে স্পেসিফিক Mentor
16. গরীব ও সাধারন মেয়েদের স্কলারশিপ
17. স্কুল ও কলেজ লেভেলে ফ্রি শর্ট কোর্স করানো
18. কোর্স ফি রিফান্ড পলিসি রাখা
19. Live Project করানো
20. Portfolio বানাতে হেল্প করা
21. Gift হিসেবে ডায়রী, মগ, ক্যালেন্ডার দেয়া
22. কোর্স শেষে দ্রুত সার্টিফিকেট ইস্যু করা
23. কোর্স শেষ হবার পরেও স্টুডেন্টদের খোঁজ নেয়া
24. Grooming
25. লটারী করে ফ্রি কোর্স করানো ১/২জনকে
26. Admission পরবর্তী আপডেট সুন্দরভাবে দেয়া
27. Advance কিছু কোর্সে শেখানো হোক
28. Marketplace এর ক্লাসগুলোতে সময় বেশি দেয়া
29. প্রয়োজনীয় Tools গুলো সহজলভ্য করা
30. intern করানোর জন্য নিজ্স্ব এজেন্সি
31. মাসের একদিনকে Question Day করা
32. ক্লাস এবং সাপোর্ট এ ভিন্ন Mentor রাখা
33. যত এঙ্গেল থেকে প্রশ্ন হতে পারে তার উত্তর দেয়া
34. যেকোনো মূল্যে সফল করানো
35. কোর্স শেষের পর Support Plan ঠিক রাখা
36. Online Student দের প্রায়োরিটি দেয়
37. Printed Certificate প্রোভাইড করা
38. বাচ্চাদের জন্য লং রান অনলাইন কোর্স আনা
39. টপিক/মাস শেষে ৫০ মার্কের এক্সাম
40. দক্ষ টিচার (কাজ, ব্যাকগ্রাউন্ড, ভিশন, প্রজেক্ট)
41. চা বা কফির ব্যবস্থা থাকা
42. লম্বা ক্লাসের মাঝে ১০ মিনিট ব্রেক রাখা
43. Washroom ক্লিন রাখা
44. প্রতি ক্লাসের শুরুতে ১০ মার্ক এর এক্সাম রাখা
45. Washroom এ টিস্যু, লিকুইড সাবান রাখা
46. জব/ ফ্রিল্যান্সিং এ কাজের সমস্যাগুলো নিয়ে প্লান রাখা
47. ইউজার জার্নি এক্সপ্লেইন করা কোর্স এর শুরুতেই
48. প্রতি ক্লাস শেষে সামারী নোট
49. Active Quality Team সাপোর্ট
50. কোর্স শেষে ০২ টা অপশন দেয়াঃ
০১) নিজে মাস্টার লেভেল পর্যন্ত একা শেখা
০২) পরবর্তী মাস্টার লেভেলের কোর্স অফার


নোট নেয়া শেষ? এবার ইমপ্লিমেন্ট করার পালা। User Engagement বাড়াতে কোনো হেল্প দরকার হলে WhatsApp এ Hello বলিয়েন প্লিজ।

💚

Scroll to Top