৪৫ সেকেন্ডে বানিয়ে নিন নিজের জন্য প্রফেশনাল প্রোফাইল পিকচার

প্রোফাইল পিকচার আমাদের প্রোফাইলের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। নিউজফিড, ম্যাসেজ, কমেন্টসহ প্রতিটা জায়গায় আমাদের প্রোফাইল পিকচার দেখা যাবে। প্রোফাইল পিকচার হিসেবে সবসময় Headshot দেয়া উচিত।

অর্থাৎ, আপনার প্রোফাইল পিকচারটি আপনার মুখমন্ডল এবং ঘাড় পর্যন্ত কাভার করবে। এতে করে আপনার ফেইস খুব ক্লিয়ারলি বোঝা যাবে এবং যারা আপনাকে দেখছে তারা খুব সহজে আপনাকে মনে রাখতে পারবে।

গ্রেট প্রোফাইল পিকচার এর জন্য ০৫ টি টিপস

– ছবি তে মাল্টিপল ক্যারেক্টার না রাখা
– হাই রেজুলেশন পিকচার বাছাই করুন
– ডিস্ট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড পরিহার করুন
– সফট এবং ন্যাচারাল লাইটে ছবিটি তুলুন
– আপনার ছবিটির এটলিস্ট ৬০% যেনো আপনার মুখমন্ডল থাকে।


বোনাস টুলসঃ

এক ক্লিকেই নিজের জন্য একটি প্রফেশনাল পিকচার বানিয়ে নিতে ভিজিট করুন https://pfpmaker.com/ এই সাইটে।

সাইটে গিয়ে Upload ফটোতে ক্লিক করে আপনার যেকোনো ছবি আপলোড করুন এবং দেখুন ম্যাজিক।

কেমন লাগলো ছোট্ট গাইডটি?
ভালো লাগলে কমেন্টে জানাবেন।

Scroll to Top