LinkedIn এ আসলে কি টাইপ পোষ্ট করা উচিত? (০২ মিনিটের মাস্টারক্লাস)


লিংকডইনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হচ্ছে আমাদের লিংকডইনে কি টাইপ পোষ্ট করলে আমরা দ্রুত সাকসেস পাবো।

📌এই মাস্টারক্লাসটা সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারলে আপনি যা যা পেতে পারেনঃ

– ক্লায়েন্ট পাওয়া
– সেল ক্লোজ করা
– নেটওয়ার্কিং করা
– অথরিটি বাড়ানো
– HR দের নজরে পরা যায়, জব পেতে ইজি হয়



প্রশ্ন হচ্ছে, কি টাইপ কন্টেন্ট লিংকডইনে বেশি Reach এনে দেয়? চলুন দেখে নিই।

1. Image + Text
2. Carousel Post
3. Video
4. Image Only
5. Text Only

– যদি বিগিনার লেভেলে থাকেন, Text দিয়ে শুরু করুন
– যদি মিড লেভেলে থাকেন, Image + Text কন্টেন্ট দিন
– যদি প্রো লেভেলে রেজাল্ট চান, ক্যারোজেল দিন।

📌 𝗣𝗿𝗼 𝘁𝗶𝗽𝘀: প্রতি সপ্তাহে অন্তত ৩-৫ টি পোস্ট করলে প্রোফাইল ভিউ ১০x বেড়ে যায়।

এখন প্রশ্ন হচ্ছে, কি টাইপ কন্টেন্ট আপলোড করবো?

1. পার্সোনাল স্টোরি
2. ইন্ডাস্ট্রি ইনসাইট
3. পোল পোস্ট
4. হাউ-টু গাইড

কন্টেন্ট এর ভাষা কি হবে?

– আপনার টার্গেট অডিয়েন্স লোকাল হলে বাংলা
– আপনার টার্গেট অডিয়েন্স গ্লোবালি হলে ইংলিশ

𝗣𝗿𝗼 𝗛𝗮𝗰𝗸𝘀:🔥

১) মাসে কতগুলো পোষ্ট করবো, তা আগেই ফিক্স করা
২) নন-প্রমোশনাল কন্টেন্ট বেশি পোষ্ট করা
৩) ভ্যালু এড করে না এইরকম পোষ্ট না করা

এখন অনেকেই লিখতে গিয়ে আর আইডিয়া পান না, এক্সাক্টলি কি পোষ্ট করলে রেজাল্ট আসবে, তাদের জন্য পুরো টপিক লিস্ট দিয়ে দিলাম। আশা করছি আজ থেকে আর কন্টেন্ট নিয়ে ঝামেলা পোহাতে হবে না

𝗧𝗲𝘅𝘁 + 𝗜𝗺𝗮𝗴𝗲 𝗽𝗼𝘀𝘁𝘀:

Share a life lesson.
Share a business goal.
Share your career journey.
Share your company culture.
Share insights on current projects.
Share a tip that would help your ICP.
Share gratitude for your team member.
Share your take on recent industry news.
Share recent wins in your business journey.


𝗩𝗶𝗱𝗲𝗼 𝗣𝗼𝘀𝘁𝘀:

Share a practical, actionable tip.
Share education on a specific topic.
Share what your company does and why.
Share your view on trending industry topics.
Share a snippet from a podcast you spoke at.
Share recommendations for tools and resources.

𝗖𝗮𝗿𝗼𝘂𝘀𝗲𝗹 𝗣𝗼𝘀𝘁𝘀:

Share a client success story.
Share a step-by-step solution.
Share a takeaway from a recent event.
Share data or trends with practical insights.
Share a framework to achieve a business goal.


ব্যস, অনেক তো লেখাপড়া হলো, আজ থেকেই এপ্লাই করার পালা।

Scroll to Top